নয়াদিল্লি: ভারতের অধিনায়ক বিরাট কোহলির ফিটনেসের প্রশংসায় পঞ্চমুখ চেতেশ্বর পূজারা। এই ব্যাটসম্যানের মতে, কাজের প্রতি নিষ্ঠার কারণে বিশ্বজুড়ে তরুণ ক্রিকেটারদের কাছে আদর্শ হয়ে উঠেছেন বিরাট।
বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট। তিনি যেমন ব্যাট হাতে সাফল্য পাচ্ছেন, তেমনই তাঁর ফিটনেসও সবার নজর কেড়ে নিয়েছে। সংযম ও ফিটনেসের জন্য অন্যদের কাছে উদাহরণ হয়ে উঠেছেন ভারতের অধিনায়ক। শুধু নিজেরই নয়, গোটা দলেরই ফিটনেসের মান বাড়ানোর উদ্যোগ নিয়েছেন বিরাট। তাঁর এই মনোভাবের সুফল মিলছে বলেই মনে করেন পূজারা। তিনি বলেছেন, ‘বিরাট সামনে থেকে নেতৃত্ব দেয়। কাজের প্রতি ওর নিষ্ঠা প্রশংসনীয়। তরুণরা ওকে দেখে শেখে। শুধু ভারতেই নয়, অন্য দেশের ক্রিকেটাররাও ওর কাছ থেকে সাফল্যের পাঠ নিতে পারে।’
পূজারা আরও বলেছেন, এখন ফিটনেসের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। তিনি দেড় বছর ধরে কঠোর অনুশীলন করে চলেছেন। এর ফলে তাঁর খেলারও উন্নতি হয়েছে। দলের সবাই ফিটনেসের উন্নতির চেষ্টা করছে।
মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে বিরাটের অধিনায়কত্বের ধরনের পার্থক্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পূজারা বলেছেন, ‘দুই অধিনায়কেরই লক্ষ্য ভারতকে জেতানো। আমি ধোনির নেতৃত্বে খেলা উপভোগ করেছি। বিরাট অধিনায়ক হওয়ার পর ওর নেতৃত্বেও খেলা উপভোগ করছি।’
কাজের প্রতি নিষ্ঠা বিরাটকে সারা বিশ্বে আদর্শ করে তুলেছে, মত পূজারার
Web Desk, ABP Ananda
Updated at:
27 Oct 2017 06:46 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -