নয়াদিল্লি: টি ২০ আন্তর্জাতিকে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় যুগ্মভাবে শীর্ষস্থানে থেকে চলতি বছরটা শেষ করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মা।
গতকাল বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের শেষ ম্যাচ খেলেছে। এটাই ছিল এ বছর ভারতের শেষ টি ২০ ম্যাচ।
এই ম্যাচে আর একবার দুরন্ত ব্যাটিং করলেন কোহলি ও রোহিত। ওয়াংখেড়েতে তাঁদের দুজন এবং কেএল রাহুলের অনবদ্য ইনিংসে ভর করে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতেছে।

দ্বিতীয় বিবাহবার্ষিকীতে ওয়াংখেড়ের ‘স্পেশ্যাল’ ইনিংস স্ত্রী অনুষ্কাকে উপহার হিসেবে উৎসর্গ করলেন কোহলি

সিরিজের নির্নায়ক ম্যাচের আগে কোহলি রোহিতের চেয়ে এক রানে এগিয়ে ছিলেন। বুধবারের ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেন করতে নেমে রোহিত করেন ৭১ রান। আর কোহলি অপরাজিত থাকেন ৭০ রানে। এরফলে টি ২০-তে দুজনেরই সংগ্রহ ২,৬৩৩ রান।
ভারতের অধিনায়ক ৭৫ ম্যাচে (৭০ ইনিংস) ৫২.৬৬ গড়ে এই রান করেছেন। রোহিত ১০৪ ম্যাচে (৯৬ ইনিংস) খেলেই সমপরিমাণ রান সংগ্রহ করেছেন ৩২.১০ গড়ে।
টি ২০ তে কোহলি ইতিমধ্যে ২৪ হাফসেঞ্চুরি করেছেন। রোহিতের হাফসেঞ্চুরির সংখ্যা ১৯।
টি ২০ তে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২,৪৩৬)। পরের স্থানে রয়েছেন শোয়েব মালিক (২,২৬৩) এবং ব্রেন্ডন ম্যাকুলাম (২,১৪০)।
গতকালের ম্যাচে ভারত ৩ উইকেটে ২৪০ রান করেন। রোহিত প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ওভারবাউন্ডারি মেরেছেন। ওয়েস্ট ইন্ডিজ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান করে। ভারত ৬৭ রানে ম্যাচ জেতে।
এরপর ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে। রবিবার চেন্নাইতে প্রথম ম্যাচ। এরপর ভারত আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে।