নয়াদিল্লি: চার বছর আগে অধিনায়ক হিসেবে অনেক বেশি আবেগপ্রবণ ছিলেন বিরাট কোহলি। তবে তিনি সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন। তিনি অনেক অনেক শান্ত ও পরিণত। এমনই মন্তব্য করলেন কপিল দেব। তাঁর মতে, এখন বিরাটই ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সেরা ব্যক্তি।
একটি অনুষ্ঠানে কপিল বলেছেন, ‘(মহেন্দ্র সিংহ) ধোনির কাছ থেকে অধিনায়কের দায়িত্বভার নেওয়ার পর ও (বিরাট) দারুণ পরিণত হয়েছে। আমি জানি, আগ্রাসী হওয়ায় ওকে সমালোচিত হতে হয়েছে। অনেক সময় ওর আচরণ শিশুর মতো মনে হয়। তবে কোনও সময়ই সন্দেহ ছিল না, ও নিজের খেলা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ও চার বছর আগে আবেগপ্রবণ ছিল। তবে এখন শান্ত হয়ে গিয়েছে। তৃতীয় আম্পায়ারের কাছ থেকে রিভিউ চাওয়া দেখলেই ওর পরিবর্তন বোঝা যায়। ও সহ-খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে। এটা পরিণত হওয়ার লক্ষণ।’
আগ্রাসী বলে সমালোচিত হয়েছে, সময়ের সঙ্গে নিজেকে বদলে বিরাট এখন অনেক পরিণত, বলছেন কপিল
Web Desk, ABP Ananda
Updated at:
29 May 2019 05:18 PM (IST)
কপিলের মতে, এখন বিরাটই ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সেরা ব্যক্তি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -