নয়াদিল্লি: চার বছর আগে অধিনায়ক হিসেবে অনেক বেশি আবেগপ্রবণ ছিলেন বিরাট কোহলি। তবে তিনি সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন। তিনি অনেক অনেক শান্ত ও পরিণত। এমনই মন্তব্য করলেন কপিল দেব। তাঁর মতে, এখন বিরাটই ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সেরা ব্যক্তি।

একটি অনুষ্ঠানে কপিল বলেছেন, ‘(মহেন্দ্র সিংহ) ধোনির কাছ থেকে অধিনায়কের দায়িত্বভার নেওয়ার পর ও (বিরাট) দারুণ পরিণত হয়েছে। আমি জানি, আগ্রাসী হওয়ায় ওকে সমালোচিত হতে হয়েছে। অনেক সময় ওর আচরণ শিশুর মতো মনে হয়। তবে কোনও সময়ই সন্দেহ ছিল না, ও নিজের খেলা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ও চার বছর আগে আবেগপ্রবণ ছিল। তবে এখন শান্ত হয়ে গিয়েছে। তৃতীয় আম্পায়ারের কাছ থেকে রিভিউ চাওয়া দেখলেই ওর পরিবর্তন বোঝা যায়। ও সহ-খেলোয়াড়দের সঙ্গে  আলোচনা করে। এটা পরিণত হওয়ার লক্ষণ।’