নয়াদিল্লি: রাজকোটে রোহিত শর্মার চোখধাঁধানো ইনিংসে ভর করে বাংলাদেশকে দ্বিতীয় টি ২০ ম্যাচে আট উইকেটে বিধ্বস্ত করে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ভারত। সিরিজের প্রথম টি ২০ ম্যাচে রোহিতের ব্যাটে রান আসেনি। ওই ম্যাচ ভারত হেরে গিয়েছিল। প্রথম ম্যাচের ব্যর্থতা দ্বিতীয় ম্যাচে যেন সুদে-আসলে পুষিয়ে নিলেন ভারতের হিট-ম্যান। খেললেন ৪৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস। জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্যে চার ওভারের বেশি বাকি থাকতেই পৌঁছে গেল ভারত। রোহিতের ইনিংস ছয়টি বাউন্ডারির সঙ্গে সমসংখ্যক ওভার বাউন্ডারিও। রোহিতের এই দুরন্ত ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। তিনি বলেছেন, রোহিত শর্মা যা করতে পারেন, তা কিছু কিছু সময়ে বিরাট কোহলিও পারেন না।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সহবাগ বলেছেন, 'যখন সচিন খেলতেন, তখন তিনি বলতেন, আমি যা করি, তোমরাও পারবে। কিন্তু তিনি বুঝতেন না যে, তিনি যা করতে পারেন, তা অন্যরা পারে না। রোহিত শর্মা এমনই খেলোয়াড়। রোহিত শর্মা যা করতে পারেন, তা এমনকি বিরাট কোহলিও হয়ত করতে পারেন না। একটা ওভারে ৩-৪ টা ছয় মারা, ৪৫ বলে ৮০-৯০ রান...কোহলিকে এমনটা করতে খুব বেশি দেখিনি'।