সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারেন কোহলি, বললেন সহবাগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Aug 2018 10:38 AM (IST)
নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে জিতে ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে টিম কোহলি। ট্রেন্টব্রিজ টেস্টে উভয় ইনিংসেই দুরন্ত ইনিংস খেলেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসে সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে আউট হতে হয়েছিল তাঁকে। কিন্তু দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। এই ব্যাটিং পারফরম্যান্সের দৌলতে ফের আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন কোহলি। এরইমধ্যে কোহলির প্রশংসায় আরও একবার পঞ্চমুখ হলেন ভারতীয় দলের প্রাক্তন মারকুটে ওপেনার বীরেন্দ্র সহবাগ। আন্তর্জাতিক কেরিয়ায়ে ৫৮ তম সেঞ্চুরি করে ফেলেছেন কোহলি। সহবাগ বলেছেন, ট্রেন্টব্রিজে অসাধারণ ব্যাটিং করেছেন কোহলি। আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে আসাটা একটা বড় কৃতিত্ব। কিন্তু এতে কোহলির কিছু যায় আসে না মন্তব্য করে বীরু বলেছেন, কোহলির লক্ষ্য আলাদা। তাঁর প্রথম লক্ষ্য দলকে জয় এনে দেওয়া। দ্বিতীয় লক্ষ্য সচিন তেন্ডুলকরের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙা। একইসঙ্গে বীরু বলেছেন, এখন অন্য কোনও ব্যাটসম্যান নেই যিনি সচিনের ওই রেকর্ড ভাঙতে পারেন। কোহলিই বর্তমান সময়ের একমাত্র ব্যাটসম্যান যিনি সচিনের শততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারেন।