নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে গতকাল কানপুরে হেরে গিয়েছে ভারত। প্রথমে বোলিং করে ভারতকে ১৪৭ রানে আটকে দেয় ইংল্যান্ড। এরপর অধিনায়ক ইওয়েন মর্গ্যানের ইনিংসে ভর করে সফরকারী দল ভারতকে সাত উইকেটে হারিয়ে দেয়।
ইংরেজ আক্রমণের সামনে ভারতের ব্যাটিং লাইনআপ মুখ থুবড়ে পড়ে। বোলিং বিভাগেও অশ্বিন ও জাদেজার অভাব অনুভূত হয়েছে। ভারতীয় পেসাররা একটা উইকেটও নিতে পারেননি। তবে জসপ্রিত বুমরাহ প্রায় আউট করে ফেলেছিলেন জো রুটকে। কিন্তু বুমরাহর যে বলে রুট আউট হন, সেটি নো ঘোষণা করেন আম্পায়ার। ফলে রুটের উইকেট নেওয়া হল না বুমরাহ। এটাই অবশ্য প্রথম নয়। এর আগেও বুমরাহর নো বলে প্রতিপক্ষ ব্যাটসম্যানের আউট হওযার ঘটনা ঘটেছে।
এই ঘটনা নিয়ে বুমরাহকে রসিকতার ছলে খোঁচা দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ।  নিজস্ব ঢঙেই এ ব্যাপারে রসিকতা করে বীরুর ট্যুইট-
‘শিক্ষক:  পাপ্পু! বল তো জসপ্রিত বুমরাহর বিশেষত্ব কী?
পাপ্পু: নো বলে উইকেট নেওয়ার দারুন দক্ষতা রয়েছে তাঁর।’