নয়াদিল্লি: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৭-তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। ট্যুইট করে তিনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে ট্যুইটারে সাধারণত যেভাবে মজার ছলে নানা মন্তব্য করেন সহবাগ, এক্ষেত্রে সেটা দেখা যায়নি। প্রধানমন্ত্রীকে শুভকামনা জানানোর পাশাপাশি দেশের আরও উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেছেন সহবাগ।


প্রধানমন্ত্রী আজ নিজের রাজ্য গুজরাতেই জন্মদিন কাটাচ্ছেন। গতকাল রাতে তিনি গাঁধীনগরে রাজভবনে ছিলেন। আজ সকালে বাড়ি গিয়ে মা হীরাবেনকে প্রণাম করে তাঁর আশীর্বাদ নিয়ে দিন শুরু করেন মোদী। দেশ-বিদেশ থেকে তিনি জন্মদিনের শুভেচ্ছা পাচ্ছেন। সহবাগও অন্যদের মতোই এই বিশেষ দিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর একটি ছবি দিয়ে তাঁর জন্য বার্তা লিখেছেন সহবাগ। তিনি আশা প্রকাশ করেছেন, জীবনের ইনিংসে শতরান করবেন প্রধানমন্ত্রী। তিনি উন্নয়নের মাধ্যমে এই শতাব্দীতে ভারতকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ করে তুলবেন। প্রধানমন্ত্রী পাল্টা ট্যুইট করে সহবাগকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তাঁরা দু জনে মিলেই দেশের উন্নতি করতে পারেন।