নয়াদিল্লি: ২০১৪-র আইপিএল ফাইনালে ঝড় উঠেছিল তাঁর ব্যাটে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেঞ্চুরি করেন তিনি। কিন্তু তারপর থেকে আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার ব্যাটে সে অর্থে বড় রান নেই। যদিও গত ম্যাচে তাঁর অর্ধশতরানের দৌলতে পঞ্জাব দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়েছে। ১৯ ইনিংস পর আইপিএলে তিনি ৫০ রানের বেশি ইনিংস খেলেছেন। ঋদ্ধি বলেছেন, দলের মেন্টর বীরেন্দ্র সহবাগের পরামর্শ তাঁকে অনেকটাই সাহায্য করেছে।
ঋদ্ধি বলেছেন, ‘মেন্টর হিসেবে বীরু ভাইয়ের ভূমিকা আমাকে ব্যক্তিগতভাবে সাহায্য করেছে। বিভিন্ন পরিস্থিতিতে ব্যাটিং নিয়ে আমি অনেক কিছুই শিখেছি। এটা কোনও নির্দিষ্ট কিছু টিপসের ব্যাপার নয়, দিনের পর দিন একজন কিংবদন্তীর সঙ্গে কথা বললেই তো অনেক কিছু জানা যায়। এতে আমার খুবই উপকার হয়েছে। এখন নিজের ফর্ম কিছুটা ফিরে পাচ্ছি’।
আইপিএলে শেষ তিনটি ইনিংসে ভারতের জাতীয় টেস্ট দলের উইকেটরক্ষকের রান যথাক্রমে ১৯ বলে ৩৩, ২০ বলে ২৪ এবং ৩৩ বলে ৫২।
ঋদ্ধির কথায়,  বীরুভাই স্টাইক রোটেট করার পরামর্শ  দিয়েছেন। রান না পেলে আমাকে স্ট্রাইক রোটেট করতে হবে।
ঋদ্ধি বলেছেন, একটা সময় আমার নির্দিষ্ট কোনও ব্যাটিং অর্ডার ছিল না। বেশ কিছু ক্ষেত্রে আমার শট বাছাইতেও ভুল কিছু ছিল না, কিন্তু তা খেলার ক্ষেত্রে ভুল হয়েছে।