নয়াদিল্লি: গোধূলি বেলায় গোলাপী বল খেলাটাই আসন্ন দিন-রাতের টেস্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে বলে মনে করেন ভারতীয় টেস্ট দলের অন্যতম সদস্য চেতেশ্বর পূজারা।
চলতি মাসের ২২ তারিখ কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। এই টেস্টের মাধ্যমে এক ‘অপরিচিত এলাকায়’ প্রবেশ করতে চলেছে ভারত ও বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবার, এই দুই দেশ দিন-রাতের টেস্ট খেলতে চলেছে। শুধু দুই টিমের নয়, ওই ম্যাচে অভিষেক হতে চলেছে এসজি-নির্মিত গোলাপী বলের-ও।
বিসিসিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজারা বলেন, আগে আমি দলীপ ট্রফিতে গোলাপী বলে খেলেছি। বেশ ভাল অভিজ্ঞতা ছিল। ঘরোয়া সিরিজে গোলাপী বলে খেলার অভিজ্ঞতা টেস্টে কাজে হতে পারে। প্রসঙ্গত, অধিকাংশ ক্রিকেটারই প্রথমবার কেরিয়ারে গোলাপী বলে খেলবেন। তবে পূজারা, ময়াঙ্ক অগ্রবাল, হনুমা বিহারী এবং কুলদীপের মত কয়েকজনের এই গোলাপী বলে খেলার অভিজ্ঞতা রয়েছে।





তবে তাঁর আরও একটা জায়গায় শঙ্কা রয়েছে পূজারার মনে। তা হল, একেবারে নতুন বলে খেলা হবে। পূজারা জানান, দলীপে তাঁরা কোকাবুরা বলে খেলেছিলেন। এখানে প্রথমবার ব্যবহার করা হবে এসজি বল। ফলত, এই বলের চরিত্র কেমন হবে বা তা কেমন আচরণ করবে, তা বলা মুস্কিল।
পূজারার মতে, গোধূলি বেলায় গোলাপী বলে খেলাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, দিনের বেলায় কোনও অসুবিধে নেই। এমনকী, রাতে কৃত্রিম আলোতেও অসুবিধে হওয়ার কথা নয়। কিন্তু, এই দুয়ের মধ্যবর্তী সময় অর্থাৎ গোধূলিতে এই বল খেলা কঠিন হতে পারে। বিশেষ করে, কব্জি স্পিনারদের ‘রং ওয়ান’ ধরা সত্যিই মুস্কিল।





টেস্ট দলের আরপেক নির্ভরযোগ্য সদস্য তথা সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে মনে করেন, ম্যাচের আগে যথেষ্ট অনুশীলন এই সমস্যার সমাধান করতে পারে। বল কোন সময়ে কেমন সুইং করবে, এটা অনুশীলন করলেই ধরা পড়বে। রাহানে বলেন, এটা নতুন চ্যালেঞ্জ। তবে জানি না, মাঠে বিষয়টি কেমন দাঁড়াবে।
রাহানের মতে, যথাসম্ভব দেরিতে এবং শরীরের কাছে খেলাটাই চাবিকাঠি। তাঁর দাবি, নতুন বলের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে না দলের। ইতিমধ্যেই, রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রাক্তন ভারত অধিনায়ক ও বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান রাহুল দ্রাবিড়ের তীক্ষ্ণ নজরের সামনে নতুন এসজি গোলাপী বলে অনুশীলন করেন ময়াঙ্ক অগ্রবাল, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারা। মঙ্গলবার ইন্দৌরেও অনুশীলন করেছে দিয়েছে টিম ইন্ডিয়া।