স্বামী গোল্ডির সঙ্গে একটি ছবি শেয়ার করে সোনালি লিখেছেন, কীভাবে ক্যান্সারের চিকিৎসার সঙ্গে সঙ্গে বদলে গেছে তাঁর ও পরিবারের জীবনযাপন। তিনি লিখেছেন, ‘গতবছর এইসময় হাসপাতালে ছিলাম। সেই থেকে আমরা জীবন টাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, ক্যান্সারের আগে ও পরে (B.C. (Before Cancer) and A.C. (After Cancer))’
সোনালি আরও লিখেছেন,‘১৭তম বিবাহবার্ষিকীতে ভাবলাম একটা ব্রেক নেওয়া যাক, রোড ট্রিপ প্ল্যান করি। আগে হলে গোল্ডি কিছুতেই রাজি হত না। সত্যি গোল্ডি যেভাবে বদলে গেছে, আমার খুব ভালো লাগছে। এখন ও সমস্ত সরিয়ে রেখে আমার উপর মনোযোগ দেয়।...আর আমি এখন ওঁর দিকে মন দিচ্ছি। শুভ বিবাহবার্ষিকী। আমি তোমায় কত ভালোবাসি, তুমি ভাবতেই পারবে না। আমার অসুস্থতার সময় আমার পাশে স্তম্ভ হয়ে দাঁড়ানোর জন্য ধন্যবাদ।’
সোনালির বিয়ের তারিখে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড সেলিব্রিটিরা।