চেন্নাই: দেশের ৭৩ তম গ্র্যান্ডমাস্টার চেন্নাইয়ের ভরত সুব্রহ্মনিয়ম। মাত্র ১৪ বছর বয়সেই চৌষট্টি খোপের সাম্রাজ্যে বাজিমাত করল সে। রবিবার ইতালির ভার্গানি কাপে ২৫০০ রেটিং নিয়ে চ্যাম্পিয়ন হলেন ভরত। সর্বভারতীয় দাবা ফেডারেশনের পক্ষ থেকে এই বিষয় বিবৃতি দেওয়া হয়েছে। কিংবদন্তী ভারতীয় দাবাড়ু বিশ্বনাথ আনন্দ ভরতের সাফল্যের প্রশংসা করে ট্যুইট করেছেন। নিজের ট্যুইটারে আনন্দ লেখেন, ''গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য ভরতকে অনেক অনেক শুভেচ্ছা। ও ভীষণ বুদ্ধিমান একটি বাচ্চা। চমৎকার অন্তর্দৃষ্টি রয়েছে ওর। আগামীর জন্য শুভেচ্ছা রইল।'' ক্যাটোলিকায় হচ্ছিল ভার্গানি কাপের ফাইনাল। সেখানেই ৯ রাউন্ডে মোট ৬.৫ পয়েন্ট পেয়ে গ্র্যান্ডমাস্টার হওয়া নিশ্চিত করেন ভরত। 


 






এর আগে, গত বছর বাংলার নবম গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন মিত্রাভ গুহ। দেশের ৭২ নম্বর গ্র্যান্ড মাস্টার হলেন তিনি। সার্বিয়ায় প্রতিপক্ষ নিকোলাস সিডল্যাককে হারিয়ে গ্র্যান্ড মাস্টার হলেন ২০ বছরের মিত্রাভ। তিনি কলকাতার টালিগঞ্জের বাসিন্দা। ম্যাগনাস কার্লসেনের খেলার ভক্ত মিত্রাভ। এর আগে দু’টি জিএম নর্ম পেয়েছিলেন মিত্রাভ। মিত্রাভ সাউথ পয়েন্টের ছাত্র। এখন বিবিএ থার্ড ইয়ারে পড়াশোনা করছেন।


২০১৮ সালে, ১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করেছিল চেন্নাইয়ের কিশোর আর প্রজ্ঞানানন্দ। সে বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার। ইতালির গ্রেনডাইন ওপেনের শেষ রাউন্ডে ইতালিরই গ্র্যান্ডমাস্টার মোরোনি জুনিয়রকে হারানোর সঙ্গে সঙ্গে এই খেতাব পেয়েছিল সে। বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হলেন ইউক্রেনের সার্গেই করজাকিন। ২০০২ সালে ১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ডমাস্টার হন তিনি। প্রজ্ঞানানন্দর বয়স তখন ছিল ১২ বছর ১০ মাস ১৩ দিন।