কলম্বো: টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার আগেই ধাক্কা খেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আইসিসির কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করায় শাস্তির মুখে পড়তে হল শ্রীলঙ্কার স্পিনার অলরাউন্ডারকে। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে তিন ডিমেরিট পয়েন্ট খুঁইয়েছিলেন হাসারাঙ্গা। যার জন্য ২ টেস্ট থেকে নির্বাসিত হলেন এই স্পিনার অলরাউন্ডার। 


বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে আম্পায়ারিংয়ের সিদ্ধান্তের প্রতিবাদে অসন্তোষ প্রকাশ করেছিলেন হাসারাঙ্গা। আইসিসির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "হাসারাঙ্গা সম্প্রতি টেস্টে অবসর ভেঙে ফেরার পরিকল্পনা করেছেন। কিন্তু আইসিসির কোড অফ কন্ডাক্টের আওতায় চলে এসেছেন।" 


২২ মার্চ থেকে বাংলাদেশের বিরুদ্ধে শুরু হতে চলা দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে হাসারাঙ্গাকে শ্রীলঙ্কান দলে নেওয়া হয়েছিল। সরাসরি এর প্রভাব পড়তে চলেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের ওপর। ৩ এপ্রিল পর্যন্ত টেস্ট সিরিজ চলার কথা। সেক্ষেত্রে প্রথম দুটো টেস্টে খেললে হয়ত আইপিএলের শুরুর দিকে সানরাইজার্সের জার্সিতে নামা হত না হাসারাঙ্গার। কিন্তু এখন টেস্ট খেলতে না পারায় আইপিএল খেলতে আসেন কিনা শ্রীলঙ্কার অলরাউন্ডার তা দেখার।


উল্লেখ্য, ২০২০ সালে টেস্টে অভিষেকের পর থেকে মাত্র চারটি টেস্টই খেলেছিলেন হাসারাঙ্গা। ৪ উইকেট নিয়েছেন ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে। ঝুলিতে রয়েছে একটি অর্ধশতরানের সঙ্গে ১৯৬ রান। বাংলাদেশের বিরুদ্ধে যেই টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে লঙ্কা বাহিনী সেই দলে হাসারাঙ্গা বাদেও প্রবথ জয়সূর্য, রমেশ মেন্ডিস, কামিন্দু মেন্ডিস এবং নিশান পেইরিস দলে রয়েছেন। অর্থাৎ দলের স্পিন বোলিং বিভাগটা বেশ শক্তিশালীই। হাসারাঙ্গা না থাকলেও টাইগারদের বেগ দেওয়ার জন্য যথেষ্ট। এই দলটির নেতৃত্বভার রয়েছে ধনঞ্জয় ডি সিলভার কাঁধে। 


এর আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে খেলেছেন হাসারাঙ্গা। কিন্তু এবারের নিলামে তাঁকে দল নিয়ে নেয় সানরাইজার্স হায়দরাদ। প্য়াট কামিন্সের নেতৃত্বে এবার হায়দররাবাদ শিবির খেলতে নামবে আইপিএলে। হাসারাঙ্গা ছাড়াও এই দলে স্পিন আক্রমণ সামলানোর জন্য রয়েছেন অলরাউন্ডার শাহবাজ আহমেদ ও ময়ঙ্ক মার্কাণ্ডে। আগামী ২৩ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্য়াচ খেলতে নামবে সানরাইজার্স। 


আরও পড়ুন: ''এই মরশুমটাই ধোনির শেষ হোক, সিএসকে বাজি নয়, তবে জাডেজা যে কোনও দলের প্যাকেজ''