মুম্বই: আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিয়মিত ওপেন করেন সুনীল নারিন। কিন্তু গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে তিনি সাত নম্বরে ব্যাট করতে নামেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক বলেছেন, ‘আমি চেয়েছিলাম নারিন ওপেন করুক। কিন্তু ও অসুস্থ হয়ে পড়েছিল। সেই কারণে ও ১৮-১৯ ওভারের সময় মাঠের বাইরে চলে যায়। এরপর ওকে সাত নম্বরে ব্যাট করতে পাঠাতে বাধ্য হই।’


গতকাল ৪ বল খেলে মাত্র ৫ রান করেই আউট হয়ে যান নারিন। কেকেআর ১৩ রানে ম্যাচ হারে। রবিন উথাপ্পা ৫৪, নীতীশ রানা ৩১ ও কার্তিক অপরাজিত ৩৬ রান করেন। কিন্তু তা সত্ত্বেও জয়ের জন্য প্রয়োজনীয় রান করতে পারেনি কেকেআর। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, নারিন ওপেন করতে নেমে যেরকম বিস্ফোরক সূচনা করেন, সেটা গতকালও করতে পারলে হয়তো কেকেআর-কে ম্যাচ খোয়াতে হত না।

নারিনকে সাত নম্বরে ব্যাট করতে পাঠানোর পাশাপাশি আন্দ্রে রাসেল প্রথম দু’ওভারে উইকেট নেওয়ার পরেও তাঁকে দিয়ে পুরো চার ওভার বল না করানোর কারণও ব্যাখ্যা করেছেন কার্তিক। তিনি বলেছেন, ‘এই ম্যাচে ও ভাল বল করেছে। কিন্তু আগের ম্যাচগুলিতে ওর বলে বাউন্ডারি হয়েছে। দলে ওর নির্দিষ্ট ভূমিকা আছে। ওর কাছ থেকে কীভাবে সেরাটা আদায় করে নেওয়া যাবে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি।’

বিপক্ষের পেসার জসপ্রীত বুমরাহর প্রশংসা করে কার্তিক বলেছেন, ’১৯ নম্বর ওভারে বুমরাহ যখন বল করতে এল, আমি দু’টি ছক্কা মেরে শেষ ওভারে ২০ রান তুলে ম্যাচ জেতার পরিকল্পনা করেছিলাম। কিন্তু সবসময় পরিকল্পনা খাটে না। যদিও আমরা সেই ওভারে ১৪ রান করি। তবে বুমরাহকে কৃতিত্ব দিতেই হবে। ও দারুণ বাউন্স আদায় করেছে।’