ঝাড়খণ্ডে নিহত শীর্ষ মাওবাদী নেতা
Web Desk, ABP Ananda | 12 Sep 2016 05:10 AM (IST)
রাঁচি: পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ অভিযানে নিহত শীর্ষ মাওবাদী নেতা আশিস দাঁ। ঝাড়খণ্ডের গুমলা জেলার পলকোট থানা এলাকার বোরোডি গ্রামে গুলির লড়াইয়ে তাঁর মৃত্যু হয়েছে। এই মাও নেতার মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। দীর্ঘদিন ধরেই তাঁকে খুঁজছিলেন নিরাপত্তারক্ষীরা। অবশেষে তাঁকে হত্যা করা সম্ভব হল। মাওবাদীদের বিহার-ঝাড়খণ্ড স্পেশাল এরিয়া কমিটির সদস্য আশিস দুই রাজ্যেই বেশ কয়েকটি হামলার অন্যতম মাথা ছিলেন। তাঁর মৃতদেহের পাশ থেকে একটি এসএলআর, একটি ইনস্যাস রাইফেল এবং অন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল পাওয়া গিয়েছে। পুলিশের আইজি অপারেশনস এম এস ভাটিয়া বলেছেন, ‘নির্দিষ্ট খবর পেয়েই অভিযান চালানো হয়। দলের বাকিদের সঙ্গে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে পালানোর চেষ্টা করেন আশিস। আধঘণ্টা ধরে গুলির লড়াই চলে।’ আশিসের মৃত্যু মাওবাদীদের কাছে বড় ধাক্কা। গত কয়েক বছর ধরেই তাদের শক্তি কমছে। শীর্ষ নেতার মৃত্যুতে তারা আরও কোণঠাসা হয়ে পড়বে বলেই মনে করছেন নিরাপত্তারক্ষীরা। আশিসের সঙ্গীদের খোঁজে তল্লাশি চলছে। বোরোডি ও তার সংলগ্ন জঙ্গলে অভিযান জোরদার করার জন্য আরও জওয়ান পাঠানো হচ্ছে।