কলকাতা: ওয়েস্ট ইন্ডিজের (west indies) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (indian cricket team)। পূর্ণাঙ্গ সময়ের অধিনায়ক হওয়ার পর রোহিত শর্মার এটি তৃতীয় সিরিজ জয়। তবে জয়ের পরই দলের প্লেয়ারদের প্রশংসায় পঞ্চমুখ ক্যাপ্টেন রোহিত (rohit sharma)। বিশেষ করে তরুণ অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ারের (venkatesh iyer) উপস্থিতি দলে যে ভারসাম্য বাড়িয়ে দিয়েছে। তা জানিয়ে দিতে ভুললেন না হিটম্যান। ম্যাচের পর রোহিত বলেন, ''ক্রমেই পরিণত হয়ে উঠছে বেঙ্কটেশ। প্রতি ম্যাচে ওর খেলার মধ্যে তার ছাপ দেখা যাচ্ছে। বেঙ্কটেশ নিজের খেলা, নিজের দক্ষতা সম্পর্কে জানে ভাল মতোই। সেই মতো নিজেকে ব্যাক করছে। প্রতিটা অধিনায়কই তাঁর প্লেয়ারের থেকে এই বিষয়টি চায়। শেষের দিকে আমার কাছে নিজেই এসে বল করতে চেয়েছিল ও। এরকম চরিত্রই তো দরকার দলে।''


শেষ ২ ওভারে ২৮ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ জিততে। ১৯ তম ওভারে বল করতে এসেছিলেন ভুবনেশ্বর কুমার। অভিজ্ঞতার দাম দিলেন সেই ওভারে ফর্মে থাকা পুরানকে ফেরানোই শুধু নয়। সেই ওভারে দিলেন মাত্র ৪ রান। রোহিত বলছেন, ''ওয়েস্ট ইন্ডিজের এই দলটার বিরুদ্ধে খেলা বেশ কঠিনই। ম্যাচের রং বদলে দিতে ওস্তাদ ওরা। কিন্তু আমরা ঠিকভাবে নিজেদের প্ল্যানগুলো কাজে লাগাতে পেরেছি। অভিজ্ঞতা কাজ করেছে। ভুবনেশ্বর সেই ওভারে সঠিক স্থানে ইয়র্কার বল করেছে। আর ওই বাউন্সারও কাজ করে গিয়েছে। উইকেট এসে গিয়েছে।''


ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত। সেই সঙ্গে ইডেনে আর একটি মাইলফলকও তৈরি হয়ে গেল শুক্রবার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে একশোতম জয় পেল টিম ইন্ডিয়া (Team India)।


এদিকে, রবিবার শেষ টি-টোয়েন্টি ম্য়াচে ইডেনে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যেক স্ট্যান্ডের আপার টিয়ারে দর্শক থাকবে। কিন্তু সেই ম্যাচে সিরিজের ভাগ্য নির্ধারণের টানটান পরিস্থিতি থাকবে না।