চট্টগ্রাম: ওপেনার ডেভিড ওয়ার্নারের (১২৩) শতরান এবং অধিনায়ক স্টিভ স্মিথ (৫৮) ও পিটার হ্যান্ডসকম্বের (৮২) অর্ধশতরানের সুবাদে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে ৭২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ৩৭৭। ক্রিজে স্টিভ ও’কিফ ও নাথান লায়ন।

বুধবার বৃষ্টির জন্য খেলা শুরু হতে দেরি হয়। প্রথম সেশনে একটি বলও হয়নি। খেলা শুরু হওয়ার পর দুই অপরাজিত ব্যাটসম্যান ওয়ার্নার ও হ্যান্ডসকম্ব দাপট দেখাতে থাকেন। তাঁদের জুটিতে ১৫২ রান যোগ হয়। ওয়ার্নারের মতোই শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন হ্যান্ডসকম্ব। তবে তিনি রান আউট হয়ে যান। ওয়ার্নারকে ফেরান মুস্তাফিজুর রহমান। গ্লেন ম্যাক্সওয়েল ১৫০ বল খেলে করেন ৩৮ রান। এরপর আর কেউই বড় রান করতে পারেননি। মুস্তাফিজুর ও মেহেদি হাসান মিরাজ তিনটি করে উইকেট নেন।