সিডনি: কিংবদন্তী ডন ব্র্যাডম্যান ও ভিক্টর ট্রাম্পারের মতোই টেস্টে লাঞ্চের আগেই শতরান করার নজির গড়লেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তরুণ ওপেনার ম্যাট রেনশ টেস্টে প্রথম শতরান করলেন। তাঁদের অসাধারণ ইনিংসের সুবাদে সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৩৬৫। ওয়ার্নার ৯৫ বলে ১১৩ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হয়ে গেলেও, ১৬৭ রানে অপরাজিত রেনশ।


আরও পড়ুন, লাঞ্চের আগে শতরান করেও সহবাগকে টপকাতে পারলেন না ওয়ার্নার

এদিন টসে জিতে এদিন ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ওয়ার্নার এদিন ১১৭ মিনিটে ৭৮ বলে টেস্টে তাঁর ১৮-তম শতরান করেন। ২০ বছর বয়সি রেনশ ধৈর্য ধরে ব্যাটিং করেন। ২৮২ মিনিটে শতরান পূরণ করেন এই তরুণ। ওপেনিং জুটিতে ওঠে ১৫১ রান।

ওয়ার্নার ফিরে যাওয়ার পর উসমান খোয়াজা (১৩), স্মিথ (২৪) ও পিটার হ্যান্ডসকম্বকে (৪০ অপরাজিত) সঙ্গে নিয়ে দলের রান বাড়িয়ে নিয়ে যাচ্ছেন রেনশ।