ইসলামাবাদ: মাঠে নিরাশাজনক পারফরম্যান্সের জন্য দলের সমর্থকদের অবিরাম সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা এবং অধিনায়ক সরফরাজ আহমেদ। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি ২০ সিরিজে ধরাশায়ী হওয়ার পর সেই সমালোচনার মাত্রা আরও বেড়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যমেও সরফরাজ তীব্রভাবে সমালোচিত হচ্ছেন।
ফয়সালাবাদে সোমবার ন্যাশনাল টি ২০ কাপের সাংবাদিক বৈঠকে স্থানীয় এক সাংবাদিক সরফরাজকে চরম অপমানজনক প্রশ্ন করে বসলেন। ঘরোয়া এই টুর্নামেন্টে সিন্ধ দলের অধিনায়ক তিনি। সরফরাজকে প্রশ্ন করা হয়, তাঁর সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের পর কে তাঁর খেলা কে দেখতে আসবে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এসেছে। ওই ভিডিও ওই সাংবাদিককে বলতে শোনা যাচ্ছে, আপনি ক্রিকেট অনুরাগীদের এতটাই হতাশ করেছেন, যে তাঁরা আপনার সমালোচনা করতে শুরু করেছেন। ন্যাশনাল টি ২০ কাপে আপনার খেলা দেখতে কে আসবে।



পাক অধিনায়ক এই প্রশ্নের কোনও জবাব দেননি। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পাক ক্রিকেট বোর্ড ওই সাংবাদিকের তাদের আয়োজিত কোনও অনুষ্ঠানে হাজির হওয়া নিষিদ্ধ করেছে।
সমালোচনা সত্ত্বেও ঘরোয়া টি ২০ টুর্নামেন্টে অভিযান বেশ ভালোভাবে করেছেন সরফরাজ। সেন্ট্রাল পঞ্জাবের বিরুদ্ধে জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ বলে ৩০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। পরের ম্যাচে অবশ্য ২৩৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তাঁর ২৫ বলে ৩৬ রানের ইনিংস কোনও কাজে আসেনি। দল হেরে যায়।
তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে পাক দল। ৩ নভেম্বর থেকে ওই সিরিজ শুরু। এরপর পাকিস্তান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।