লিডস: ২০১১-র বিশ্বকাপের সেমিফাইনালের সাত বছর পর এই প্রথম গত শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসের ম্যাচে ভারতের কোনও ব্যাটসম্যানই একটিও ওভারবাউন্ডারি মারতে পারেননি। এবার আরও একবার ১৯৮৮-র শারজা চ্যাম্পিয়ন্স ট্রফির পুনরাবৃত্তি থেকে বাঁচাল ৪৯ তম ওভারে শার্দূল ঠাকুরের দুটি বড় শট। ১৯৮৮-র শারজা ট্রফিতে পর পর দুটি একদিনের ম্যাচে ভারত কোনও ছক্কা মারতে পারেনি। শার্দূলের সৌজন্যে সেই ঘটনার পুনরাবৃত্তি হল না। ওই ওভারে দুটি বিশাল ছক্কা হাঁকান শার্দূল।
ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচের পর ঠিক ৬৩৭ বলের পর ছক্কা হাঁকালেন কোনও ভারতীয় ব্যাটসম্যান। শার্দূল পর পর দুটি ছক্কা মারেন।
রোহিত শর্মার পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে চলতি সিরিজে ছক্কা মারলেন শার্দূল।
তিন ম্যাচের এই সিরিজে ভারত মোট ৬ টি ছক্কা মেরেছে। যেগুলির মধ্যে চারটি এসেছে রোহিত শর্মার ব্যাট থেকে।