এর আগে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ধোনির কায়দাতেই হাসিব হামিদকে রান আউট করেছিলেন ঋদ্ধিমান সাহা। এবার পার্থিবও সেই চেষ্টাই করলেন। পার্থিব যখন বলকে রান আউট করার চেষ্টা করেন, তখন তাঁর সঙ্গে ব্যাট করছিলেন জোস বাটলার। ডিপ কভারে একটি শট খেলে দু রান নেওয়ার চেষ্টা করেন বল। উমেশ যাদব পার্থিবের দিকে থ্রো করেন। উঁচু থ্রো ধরে উইকেটের দিকে না তাকিয়েই বল ছুঁড়ে দেন পার্থিব। ততক্ষণে অবশ্য ক্রিজে পৌঁছে গিয়েছেন বল। আরও পড়ুন, বিজয়-পূজারার দাপটে পাল্টা চাপে ইংল্যান্ড দেখুন, ঋদ্ধিমানের পর এবার ধোনিকে নকল করলেন পার্থিবও
Web Desk, ABP Ananda | 09 Dec 2016 06:05 PM (IST)
মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে যেভাবে উইকেটের দিকে না তাকিয়েই থ্রো করে রস টেলরকে রান আউট করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি, ঠিক সেভাবেই ওয়াংখেড়েতে চলতি টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের জেক বলকে রান আউট করার চেষ্টা করলেন পার্থিব পটেল। বল ঠিকসময়ে ক্রিজে পৌঁছে যাওয়ায় আউট হননি। তবে পার্থিবের এই চেষ্টা সবার প্রশংসা কুড়িয়েছে।