দেখুন, তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ম্যাচে ঝামেলায় জড়ালেন অশ্বিন
Web Desk, ABP Ananda | 09 Sep 2016 01:33 PM (IST)
চেন্নাই: তামিলনাড়ু প্রিমিয়ার লিগের একটি ম্যাচে বিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়ালেন বর্তমানে টেস্টে এক নম্বর অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। রীতিমতো হাতাহাতি শুরু করে দেন তিনি। অনেক কষ্টে দুই আম্পায়ার এবং অন্য ক্রিকেটাররা পরিস্থিতি আয়ত্তে আনেন। চিপক সুপার গিলিস এবং দিন্দিগুল ড্রাগনসের ম্যাচে এই ঝামেলা হয়। ঘটনার সূত্রপাত দিন্দিগুলের ইনিংসের ১৬ তম ওভারে। ১৭৩ রান তাড়া করতে নেমে তখন ১০৯ রান তুলেছিল দিন্দিগুল। ব্যাট করছিলেন জগদীশন নারায়ণ (৬০) এবং অশ্বিন। চিপকের বাঁ হাতি স্পিনার আর সাই কিশোরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে শর্ট থার্ড ম্যানে ক্যাচ আউট হয়ে যান নারায়ণ। এরপরেই আস্ফালন করতে করতে নারায়ণকে ধাক্কা মারেন সাই কিশোর। শুরু হয়ে যায় বচসা। বেশ কিছুক্ষণ পর শান্ত হন অশ্বিন। শেষপর্যন্ত ৬ রানে এই ম্যাচ জিতে নেয় চিপক। খেলা শেষ হওয়ার পর অশ্বিন বলেছেন, উত্তেজনার মুহূর্তে ওই ঘটনা ঘটে গিয়েছে। এর বেশি কিছু নয়। তবে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ম্যাচ রেফারি শাস্তি দিতে পারেন বলে জানা গিয়েছে। দেখুন সেই ভিডিও