ইংল্যান্ডের সপ্তম স্তরের লিগ নর্দার্ন প্রিমিয়ার লিগের প্রিমিয়ার ডিভিশন। এই লিগে এখন দ্বিতীয় স্থানে ব্যাসফোর্ড। এফসি ইউনাইটেড ১০ নম্বরে। এই দুই দলের ম্যাচের ৮ মিনিটেই প্রথম গোল করে এগিয়ে যায় এফসি ইউনাইটেড। ২৭ মিনিটে সমতা ফেরায় ব্যাসফোর্ড। দলকে এগিয়ে দেন গ্যালিনস্কি। এরপর ব্যাসফোর্ড আরও একটি গোল করে। শেষপর্যন্ত ম্যাচের ফল হয় ৩-১। দেখুন, নিজেদের অর্ধ থেকে হেড, অভাবনীয় গোল
Web Desk, ABP Ananda | 17 Oct 2019 01:51 PM (IST)
ইংল্যান্ডের সপ্তম স্তরের লিগ নর্দার্ন প্রিমিয়ার লিগের প্রিমিয়ার ডিভিশন।
ছবি সৌজন্যে ট্যুইটার
ম্যাঞ্চেস্টার: ফুটবলে অনেক অবিশ্বাস্য গোলই দেখা গিয়েছে। তবে ইংল্যান্ডের নর্দার্ন প্রিমিয়ার লিগের প্রিমিয়ার ডিভিশনে এফ সি ইউনাইটেড অফ ম্যাঞ্চেস্টারের বিরুদ্ধে ম্যাচে ব্যাসফোর্ড ইউনাইটেড এফসি-র স্টেফ গ্যালিনস্কি যে গোল করলেন, সেটা অভাবনীয়। এরকম গোল বোধহয় ফুটবলের ইতিহাসে খুব বেশি দেখা যায়নি। বিপক্ষ দলের এক ফুটবলারের বাড়ানো বল নিজেদের অর্ধ থেকেই হেড করেন গ্যালিনস্কি। সেই হেডই এফ সি ইউনাইটেডের জালে জড়িয়ে যায়।