আম্পায়ারের এই সিদ্ধান্ত বিপক্ষে গেলেও, অ্যাডিলেডের অবশ্য জয় পেতে অসুবিধা হয়নি। জোড়া উইকেট নিয়ে এবং ২৫ রান করে ম্যাচের সেরা হয়েছেন রশিদ। অ্যাডিলেড প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৫ রান করে। জবাবে ৮ উইকেটে ১৩৭ রান করেই থেমে যায় মেলবোর্ন। দেখুন, বিগ ব্যাশ লিগের ম্যাচে আউটের আবেদনে আঙুল তুলেও নাকে ঘষলেন আম্পায়ার
Web Desk, ABP Ananda | 30 Dec 2019 04:36 PM (IST)
আম্পায়ারের এই সিদ্ধান্ত বিপক্ষে গেলেও, অ্যাডিলেডের অবশ্য জয় পেতে অসুবিধা হয়নি।
মেলবোর্ন: বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের ম্যাচে আম্পায়ার গ্রেগ ডেভিডসনের অদ্ভুত আচরণে ক্রিকেটদুনিয়ায় শোরগোল। গতকালের এই ম্যাচে মেলবোর্নের ইনিংসের ১৭-তম ওভারে অ্যাডিলেডের হয়ে খেলা আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানের একটি বল বিউ ওয়েবস্টারের পায়ে লাগে। আউটের আবেদন জানান রশিদ। আম্পায়ার আঙুল তুলছেন দেখে তিনি আনন্দে উইকেটকিপারের দিকে ছুটে যান। কিন্তু সবাইকে অবাক করে নাকে আঙুল ঘষেই থেমে যান আম্পায়ার। টিভি রিপ্লেতে দেখা গিয়েছে, ওয়েবস্টার আউট ছিলেন। ফলে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।