হায়দরাবাদ: ভারত-বাংলাদেশের একমাত্র টেস্টের চতুর্থ দিন মেহেদি হাসান মিরাজকে বোকা বানিয়ে বোল্ড করলেন ভুবনেশ্বর কুমার। দিনের প্রথম ওভারেই এক অসাধারণ বলে মেহেদির লেগ স্ট্যাম্প ছিটকে দেন ভুবনেশ্বর। তাঁর বল বুঝতেই পারেননি মেহেদি।

প্রথম ইনিংসে ভারতের ৬৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে লড়াই চালাচ্ছিল বাংলাদেশ। তৃতীয় দিনের শেষে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ক্রিজে ছিলেন মেহেদি। এই জুটি ভাঙা দরকার ছিল ভারতের। সেই কাজটাই করেন ভুবনেশ্বর।

দেখুন সেই অসাধারণ বল