মেলবোর্ন: জসপ্রিত বুমরার দাপট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)-তে। চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে এই ভারতীয় ফাস্ট বোলারের দাপটে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এদিনের ছয় উইকেটের দুরন্ত স্পেলে ভারতের এই তরুণ স্পিডস্টার অভিষেকের বছরে ভারতীয় বোলার হিসেবে সর্বাধিক উইকেট সংগ্রহের নজির গড়েছেন। সেই সঙ্গে উপ মহাদেশের প্রথম বোলার হিসেবে একই বছরে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাঁচ বা তার বেশি উইকেট দখলের কৃতিত্ব অর্জন করলেন বুমরাহ।



প্রথম ইনিংসে ভারতের ৭ উইকেটে ৪৪৩ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৬৬.৫ ওভারে ১৫১ রানে অল আউট হয়ে যায়। ১৫.৫ ওভার হাত ঘুরিয়ে ছয়টি উইকেট তুলে নিলেন বুমরাহ। ৩৩ রানে ছয় উইকেট নেন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে অভিষেকের পর থেকে ২৫ বছরের বুমরাহ বিশ্বের অন্যতম বিপজ্জনক বোলার হিসেবে উঠে এসেছেন। সেইসঙ্গে ভারতীয় বোলার হিসেবে ৩৯ বছরের পুরানো রেকর্ড ভাঙলেন তিনি।এক্ষেত্রে দিলীপ দোশির রেকর্ড ভাঙলেন তিনি। এদিন ছয় উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে এ বছরে তাঁর অভিষেক বর্ষে  উইকেটের সংখ্যা হল ৪৫। ১৯৭৯-তে দিলীপ দোশির ৪০ উইকেট সংগ্রহের রেকর্ড নজির ভাঙলেন তিনি।
২০১৮-তে বুমরার পাঁচ উইকেটের তালিকা:
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৪ রানে পাঁচ উইকেট
ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৫ রানে পাঁচ উইকেট
মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩ রানে ছয় উইকেট।
অভিষেকের বছরে ভারতীয় বোলার হিসেবে উইকেট সংগ্রহের তালিকা:
জসপ্রিত বুমরাহ ৪৫* (২০১৮)
দিলীপ দোশি ৪০ (১৯৭৯)
ভেঙ্কটেশ প্রসাদ ৩৭ (১৯৯৬)
নরেন্দ্র হিরওয়ানি ৩৬ (১৯৮৮)
এস শ্রীসন্ত ৩৫ (২০০৬)
২০১৮-তে এখনও পর্যন্ত ভারতের তিন পেসার বুমরাহ, ইশান্ত শর্মা ও মহম্মদ সামি ১২৩ টি উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় ত্রয়ী মাখায় এনটিনি, ডেল স্টেইন ও মর্নি মর্কেলের ২০০৮-এ সম সংখ্যক উইকেট নিয়েছিলেন।