কলকাতা: পাতালে ফের আগুন-আতঙ্ক! অফিস টাইমে দমদমগামী মেট্রোর এসি রেকে আগুন। ধোঁয়ায় অসুস্থ বহু যাত্রী। জানালার কাচ ভেঙে উদ্ধার। ধোঁয়া ও ভাঙা কাচে আহত বেশ কয়েকজন যাত্রী। জানা গেছে, ৪২ জন  যাত্রী অসুস্থ হয়েছেন।




ঘটনাটি ঘটে আজ বিকেল সোয়া পাঁচটা নাগাদ। যাত্রীরা জানিয়েছেন, দমদমগামী মেট্রোটি ময়দান স্টেশন থেকে ছাড়ার পরই পোড়া গন্ধ ও ধোঁয়ায় ভরে যায় একটি এসি কামরা। যাত্রীদের অভিযোগ, আগুন লাগার পরেও ছুটতে থাকে মেট্রো।ইঞ্জিনের পরের কামরায় আগুন লাগে। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।  তাঁদের চিত্কার শুনে টানেলের মধ্যে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। জানালার কাচ ভেঙে ফেলেন কয়েকজন যাত্রী। কিন্তু বেরোবেন কী করে? লাইনে তো বিদ্যুত্‍! অভিযোগ, হেল্পলাইনে ফোন করেও কোনও উত্তর মেলেনি। উদ্ধার করতে এগিয়ে আসেনি কেউ। অন্ধকার ও ধোঁয়ার মধ্যে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। শেষমেশ ৪৫ মিনিট পর উদ্ধার করা হয় যাত্রীদের। টানেল দিয়ে হাঁটিয়ে আনা হয় স্টেশনে।

আহতদের এসএসকেএম ও মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 



মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা।

আগুন লাগার কথা স্বীকার কর্তৃপক্ষের।ঘটনার জেরে ব্যাহত মেট্রো চলাচল।