নাইটসের অ্যান্টন ডেভকিচ ১৬ তম ওভারে বল করতে আসেন। ক্যানটারবুরি ২২০ রানের বিশাল লক্ষ্য তাড়া করছিল। লিও-র বিধ্বংসী ব্যাটিং তাদের ওই লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। সাত বল বাকি থাকতে সাত উইকেটে জয়ী হয় ক্যানটারবুরি।
লিও ২৯ বলে করেন ৭০ রান।
লিও ছাড়াও গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ), রবি শাস্ত্রী (ভারত), হার্শেল গিবস (দক্ষিণ আফ্রিকা), যুবরাজ সিংহ (ভারত), রস হুইটলি (ইংল্যান্ড) ও হজরতউল্লাহ জাজাই (আফগানিস্তান)-এর একই ওভারে ছয়টি ওভারবাউন্ডারি মারার কৃতিত্ব রয়েছে।
টি ২০ তে যুবরাজ, হুইটলি ও জাজাই-এ পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব গড়লেন লিও। আন্তর্জাতিক টি ২০ তে একমাত্র ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব রয়েছে যুবরাজের। ২০০৭-এ প্রথম টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে ছয়টি ছয় এসেছিল যুবরাজের ব্যাট থেকে।