চেন্নাই: শুরুটা করেছিলেন সম্ভবত ডেভিড ওয়ার্নার (David Warner)। তারপর এক এক করে রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), ডোয়েন ব্র্যাভোরা (Dwayne Bravo)। আর এবার আর অশ্বিন (R Ashwin)। অল্লু অর্জুনের পুষ্পা সেলিব্রেশনে মজেছে তামাম ক্রিকেটবিশ্ব।


তারকা অফস্পিনার আর অশ্বিনও মাতলেন ‘পুষ্পার’ ট্রেন্ডিং গান ‘শ্রীবল্লি’তে। নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার এক ভিডিয়োয়, এই বিখ্য়াত গানে আল্লু অর্জুনের ‘স্টেপ’র অনুকরণ করলেন তিনি। তবে অশ্বিনের ভিডিয়ো বাকিদের থেকে একটু ভিন্ন। তিনি ট্রেন্ডিং এই গানের ভিডিয়োর ‘হুক স্টেপ’র সঙ্গে জুড়ে দিয়েছেন ক্রিকেটকে। ব্যাট হাতে প্রাক্তন তামিলনাড়ু ক্রিকেটার রাজামনি শ্রীনিবাসনের সঙ্গে মিলে করা সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অশ্বিন।


ভিডিয়োর ক্যাপশনে অশ্বিন লেখেন, ‘ট্রেন্ড ফলো করছি এবং সত্যি বলতে আমার এই ট্রেন্ডটা ভীষণই পছন্দের।’ মুহূর্তেই সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। তবে অশ্বিন প্রথম নন, এর আগে সুরেশ রায়না, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ সকলেই এই গানে পারফর্ম করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ক্রিকেটের বাইশ গজে পুষ্পা জ্বর যেন কমছে না।


অল্লু অর্জুনকে নিয়ে কয়েকদিন আগে মেতে উঠেছিল বাংলাদেশ প্রিমিয়র লিগের মঞ্চ। চলতি বাংলাদেশ প্রিমিয়ির লিগে বারবার দেখা যাচ্ছে পুষ্পা সেলিব্রেশন। কয়েকদিন আগে পুষ্পার ভূমিকায় দেখা যায় ডোয়েন ব্র্যাভোকে (Dwayne Bravo)।


কুমিল্লার বিরুদ্ধে সিলেট সানরাইজার্সের হয়ে মাঠে নেমে পুষ্পা সেলিব্রেশনের ঝলক দেখিয়েছিলেন নাজমুল ইসলাম। ম্যাচে প্রতিবার উইকেট নেওয়ার পর পুষ্পা সেলিব্রেশনে মাতেন তিনি। নাজমুলের সেই নাচ রীতিমতো ভাইরাল হয়। তারপর ডোয়েন ব্র্যাভোকে দেখা যায় উইকেট নেওয়ার পর একইভাবে সেলিব্রেট করতে।



মীরপুরে বরিশালের সঙ্গে ম্যাচ ছিল কুমিল্লার। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে কুমিল্লা। প্রথম ইনিংসের ১৭.৫ ওভারে চোখে পড়ে ব্র্যাভোর পুষ্পা সেলিব্রেশন। ব্র্যাভোর বলে বাউন্ডারি লাইনে নাজমুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাহিদুল ইসলাম। উইকেট নেওয়ার পরেই পুষ্পার ঝলক ফিরিয়ে আনেন ডোয়েন ব্র্যাভো।


ক্রিকেট মাঠে ব্র্যাভোর নাচের ছবি এই প্রথম নয়। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে দক্ষিণ ভারতের সিনেমার ভক্ত ব্র্যাভো। গোটা বিষয়টি নিয়ে ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বসিত।