সারানস্ক: বিশ্বকাপে ইরানের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামার আগে রাতের ঘুম উড়ল পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ম্যাচের আগের দিন সারান্সকে পর্তুগাল দল যে হোটেলে রয়েছে তার বাইরে রাতের দিকে জমায়েত হন ইরান সমর্থকরা । চলতে থাকে তারস্বরে চীত্কার ও ভুভুজেলা বাজানোর পালা। বিরক্ত রোনাল্ডো এরপর হোটেলের ঘরের জানলার সামনে এসে আকারে -ইঙ্গিতে ইরান সমর্থকদের বোঝাতে থাকেন যে তিনি ঘুমোচ্ছেন। এই ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়।
এর বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে হোটেলের সামনে থেকে সরতে থাকেন ইরান সমর্থকরা। সোমবার সকালে ফের হোটেলের সামনে ভিড় করেন ইরানের সমর্থকরা।
সারান্সক পুলিশ জানিয়েছে, হোটেলের বাইরে হৈচৈয়ের খবর প্রথম তারা জানতে পারে রাত ১১ টা নাগাদ। এরপর রোনাল্ডো তাঁদের ফিরে যেতে বলেন।