মণীশ পান্ডে আউট হওয়ার পর ক্রিজে কেদার যাদবের সঙ্গে যোগ দেন ধোনি। ভারতীয় দলের ইনিংসের ২২ তম ওভারের ঘটনা। ধোনি তখন সাত রানে ব্যাট করছিলেন। কভারে একটা বল ঠেলে দিয়েই রান নিতে ছোটেন তিনি। কিন্তু তাঁর ডাকে সাড়া দেননি কেদার। ফলে মাঝপথ থেকেই ফিরতে হয় তাঁকে। কিন্তু ফেরার সময় একটু পিছলে যান। বল ততক্ষণে মাটি থেকে তুলে স্ট্যাম্প লক্ষ্য করে ছোঁড়েন অস্ট্রেলিয়ার হিল্টন কার্টরাইট। কিন্তু বল স্ট্যাম্পে লাগেনি। ওভার থ্রো হয়ে যায়। দুই ব্যাটসম্যান এক রান নেন। রান নিয়েই কেদার যাদবের দিকে কড়া চোখে তাকান ধোনি। এমনিতেই ঠাণ্ডামাথার খেলোয়াড় হিসেবে পরিচিত ধোনি। কিন্তু তাঁর ওই চাউনিতেই ওই ঘটনায় অসন্তোষ ফুটে উঠল।
এর পরের বলেই কেদার (তখন সংগ্রহ ৪০ রান) মার্কাস স্টোয়নিসকে পুল করতে গিয়ে কার্টরাইটের হাতেই ক্যাচ তুলে ফিরে যান।
ধোনি কেদারকে ঠিক কী বার্তা দিয়েছিলেন, তা বুঝতে বাকি থাকল না ভারতীয় অনুরাগীদের সামনে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত জানালেন তাঁরা।
কেউ বলছেন, কেদার এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে পরের বলেই আউট হয়ে যান। আবার কেউ বলেছেন, দুই ব্যাটসম্যানের পরস্পরের সঙ্গে কথা বলা উচিত ছিল। এতে যা হল, তাতে একটা উইকেট হারাতে হল।