মাহি এমনিতেই শান্ত স্বভাবের। এজন্য তাঁকে ক্যাপ্টেন কুলও বলা হত। মেজাজ হারাতে তাঁকে প্রায় দেখাই যায় না। এবার সেই বিরল ঘটনার সাক্ষী থাকল সেঞ্চুরিয়ন। ভারতীয় দলের ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ৩৬ বছরের ধোনিকে দেখা গেল মণীষকে বকাঝকা করতে। ননস্টাইকিং প্রান্তে থাকা মণীষকে অন্য কোনও দিকে নয়, তাঁর দিকে নজর রাখতে বললেন মাহি। পরের বলেই একটা ছক্কা মারেন ধোনি। ওই ওভারে ভারত তোলে ১৮ রান।