মোহালি: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক মাথা গরম করেন, এমন বদনাম মোটেই নেই। মাঠে তো তাঁকে মেজাজ হারাতে দেখাই যায় না। আর সেই কার্তিকই কিনা কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ চলাকালে সহ খেলোয়াড়দের ওপর রেগে যেতে দেখা গেল। কিংস ইলেভেন পঞ্জাবের ইনিংস চলাকালে স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় দলের বোলার ও ফিল্ডারদের কড়া কথা শোনাতে দেখা গেল তাঁকে। পরিকল্পনা ঠিক মতো কার্যকর করতে না পারায় অধিনায়ক এভাবেই ক্ষোভ উগরে দেন। শুরুতেই দুটি উইকেট তুলে নেওয়ার পরও পঞ্জাবের রানের গতিতে লাগাম টানতে পারেনি নাইট ব্রিগেড। এই কারণেই কার্তিক বোলার ও ফিল্ডারদের রীতিমতো ধমক দেন।





ম্যাচ জয়ের পর নাইট অধিনায়ককে ওই ঘটনার ব্যাপারে প্রশ্ন করা হলে স্বীকার করে নেন যে, তিনি বোলার ও ফিল্ডারদের ওপর একেবারেই খুশি ছিলেন না। তিনি বলেন, মাঝের কিছুদিন খুব কঠিন যাচ্ছে। বোলার ও ফিল্ডাররা যা করছিল, তাতে আমি একেবারেই খুশি হতে পারিনি। আমার মনে হল, ওই সময় কী ভাবছিলাম তা ওদের জানানোর দরকার। এটা খুবই বিরল, কারণ আমাকে খুবই রাগতে দেখা গিয়েছে। ছেলেদের কাছ থেকে সেরাটা বের করার জন্য রেগে যাওয়ার প্রয়োজন বোধ করছিলাম।
নাইট অধিনায়ক অবশ্য তরুণ খেলোয়াড় শুবমান গিলের ভূয়সী প্রশংসা করেছেন। ১৮৪ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ বছরের গিল ৪৯ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। কার্তিক বলেছেন, গিলকে ব্যাটিং অর্ডারের শুরুতে সুযোগ দেওয়াটা ঠিকই হয়েছে। আর সুযোগটা ও দুই হাতে কাজে লাগিয়েছে। এটা বড় মাঠ, কিন্তু আমরা ছোটখাটো কাজগুলি ভালো করেছি। রানিং বিট্যুইন দ্য উইকেটস ভালো হয়েছে। বোলারদের ওপর চাপ তৈরি করতে পেরেছি এবং ব্যাটসম্যানরা পরিকল্পনা মতো খেলেছে।