চেন্নাইয়ের এই জয়ের অন্যতম নায়ক ফাফ ডুপ্লেসি। ওপেনিং করতে নেমে শেষপর্যন্ত ব্যাট করলেন তিনি। ছক্কা মেরে দলের জয় এনে দেন তিনি।
এই জয়ের সুবাদে আইপিএলে নয়বার খেলে সাতবারই ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করল চেন্নাই। হায়দরাবাদকে কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনালে ওঠার পর চেন্নাই দলের খেলোয়াড়দের জমিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল। ডুপ্লেসি ছয় মেরে জয়ের লক্ষ্যে দলকে পৌঁছে দেওয়ার পর মাঠেই ছুটে আসেন দলের খেলোয়াড়রা। দলের ড্রেসিংরুমেও চলে উত্সব।
নেচে-গেয়ে ড্রেসিংরুমে আসর জমিয়ে দেন স্টার পারফর্মার ডোয়েন ব্র্যাভো। দলের অধিনায়ক ধোনির সম্মানে নাচেন তিনি। ব্র্যাভোর নাচের সময় হাসতে দেখা যায় মাহিকে। ব্র্যাভোর সঙ্গে নাচের তালে যোগ দেন হরভজন সিংহও। পরে আরও কয়েকজন খেলোয়াড়ও পা মেলান।