নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন বাঁহাতি ওপেনার গৌতম গম্ভীরের মেয়ে আজিন প্রথমবার র‌্যাম্পে হাঁটল। একটি ফ্যাশন শোয়ে সে শোস্টপার হয়েছিল। বয়স একেবারেই কম হলেও, পেশাদার মডেলের মতোই আচরণ ছিল আজিনের। সে সকলের নজর কেড়ে নেয়। মেয়ের র‌্যাম্পে হাঁটার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গম্ভীর। খেলা ছাড়ার পর রাজনীতিতে যোগ দিয়েছেন গম্ভীর। তিনি সাংসদও হয়েছেন। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।