পোর্ট অফ স্পেন: দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাসিম আমলা ব্যাকরণ মেনে খেলেন। তাঁকে অন্য ধরনের শট বিশেষ খেলতে দেখা যায় না। কিন্তু সেই আমলাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাকরণ বহির্ভূত শট খেলছেন। টি-২০ ক্রিকেটের প্রভাব আমলার মধ্যেও দেখা যাচ্ছে।

 

ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলা আমলা বার্বাডোজ ট্রাইডেন্টের বিরুদ্ধে ডোয়েন ব্র্যাভোর সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ১৫০ রান যোগ করে রেকর্ড গড়েছেন। সেই ম্যাচে এই দক্ষিণ আফ্রিকান ৫৪ বলে ৮১ রান করেছেন। এই ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি এবং চারটি ওভার বাউন্ডারি। কিন্তু এর মধ্যেই এমন একটি অদ্ভুত শট খেলেছেন তিনি, যা দেখে সবাই হেসে ফেলেন। আমলা নিজেও মজা পেয়েছেন।

 

ত্রিনবাগোর ইনিংসের ১৯ তম ওভারে বার্বাডোজের বল করতে আসেন রবি রামপাল। তাঁর একটি বল লেগ স্ট্যাম্পের উপর দিয়ে স্কুপ করার ইচ্ছা ছিল আমলার। বোলার ছোটা শুরু করার আগেই তিনি অফ স্ট্যাম্পের দিকে সরে যান। সেটা দেখতে পেয়ে রামপাল আস্তে করে বল করেন। বলের গতি এতই কম ছিল যে আমলা শেষপর্যন্ত মিড উইকেটে মারতে সক্ষম হন।

 

দেখুন সেই ভিডিও