আজকের ম্যাচে অবশ্য ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি জেমাইমা। তিনি চার নম্বরে ব্যাট করতে নেমে ১০ রান করেই আউট হয়ে যান। তবে খেলা শেষ হওয়ার পর খুশিমনেই মাঠ ছাড়লেন তিনি। কারণ, দল ম্যাচ জিতেছে। আজ ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৬ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জেতাতে সাহায্য করেন এই ব্যাটসম্যান। দেখুন, স্টেডিয়ামে এক মহিলা নিরাপত্তারক্ষীর সঙ্গে নাচ জেমাইমা রডরিগেজের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Feb 2020 04:00 PM (IST)
আজকের ম্যাচে অবশ্য ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি জেমাইমা।
মেলবোর্ন: মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল দারুণ ছন্দে। প্রথম তিনটি ম্যাচই জিতে সেমি-ফাইনালে উঠে গিয়েছে ভারত। স্বভাবতই দলের সদস্যরা খোশমেজাজে আছেন। স্টেডিয়ামে এক মহিলা নিরাপত্তারক্ষীর সঙ্গে জেমাইমা রডরিগেজের নাচের মাধ্যমে সেটাই প্রতিফলিত হল। আজ ম্যাচ শুরু হওয়ার আগেই নাচতে দেখা যায় ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান ও নিরাপত্তারক্ষীকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল।