ভিডিওতে দেখুন, কীভাবে ম্যাক্সওয়েলকে বোকা বানিয়ে বোল্ড করলেন কুলদীপ
Web Desk, ABP Ananda | 25 Mar 2017 09:32 PM (IST)
ধর্মশালা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টে অভিষেক হয়েছে ভারতের তরুণ চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। প্রথম দিনই নিজেকে প্রমাণ করেছেন এই স্পিনার। তিনি চার উইকেট নিয়েছেন। এই অসাধারণ পারফরম্যান্সের জেরে ক্রিকেটমহলে প্রশংসা কুড়িয়ে নিয়েছেন কুলদীপ। টেস্টে কুলদীপের প্রথম শিকার অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। সেটা অবশ্যই কুলদীপের কাছে সবচেয়ে বেশি আবেগের। তবে যে বলে তিনি গ্লেন ম্যাক্সওয়েলকে বোকা বানিয়ে বোল্ড করেছেন, সেটা নিঃসন্দেহে ধর্মশালা টেস্টের প্রথম দিনের সেরা বল। এই বলের কোনও হদিশই পাননি ম্যাক্সওয়েল। দেখুন, সেই অসাধারণ বল