সাউদাম্পটন: বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য প্রস্তুতির ফাঁকেই আজ ভারতীয় দলের সতীর্থদের সঙ্গে জন্মদিন পালন করলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক। আজ তাঁর ৩৪-তম জন্মদিন। কেক কেটে এই দিনটি উদযাপন করেন তিনি। বিসিসিআই-এর পক্ষ থেকে ট্যুইটারে কার্তিকের কেক কাটার ভিডিও পোস্ট করা হয়েছে। স্ত্রী দীপিকা পাল্লিকলও সোশ্যাল মিডিয়ায় কার্তিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।



এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি কার্তিক। এর ফলে তিনি সমালোচিত হন। তবে তা সত্ত্বেও ঋষভ পন্থের বদলে কার্তিকই বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন। যদিও ভারতীয় দলের এক নম্বর উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনি। ফলে কার্তিক খেলার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। তবে সুযোগ পেলে নিজের ১০০ শতাংশ দিতে তৈরি তিনি।