দুবাই: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন বল করতে গিয়ে টানা পাঁচবার রানআপ মিস করলেন পাকিস্তানের বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। যা দেখে রীতিমতো ক্ষুব্ধ কোচ মিকি আর্থার ও অধিনায়ক সরফরাজ আহমেদ। সরফরাজ কোনও কথা বলেননি, তবে কোচ দৃশ্যতই ক্ষুব্ধ। তিনি প্রথমে হাত-পা নেড়ে ক্ষোভপ্রকাশ করেন, শেষে আর থাকতে না পেরে ড্রেসিংরুমে ঢুকে যান। এরপর ওয়াহাবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় তামাশা।


রানআপ নিয়ে সমস্যা হলেও, পরে অবশ্য এই ত্রুটি শুধরে নিয়ে ভাল পারফরম্যান্স দেখান ওয়াহাব। রবিবার ম্যাচের তৃতীয় দিন তিনি মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নেন।