লন্ডন: ইংল্য়ান্ডের মাটিতে নিজের জন্মদিন পালন করলেন মহেন্দ্র সিংহ ধোনি। গতকাল উইম্বলডনের মঞ্চে শোভা বাড়িয়েছিলেন উপস্থিত থেকে। এরপর স্ত্রী সাক্ষী ও কাছের কিছু বন্ধুর উপস্থিতিতে কেকে কেটে জন্মদিন পালন করলেন তিনি। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দলে না থাকায় জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ। সেই ভিডিও পোস্ট করেছেন ধোনির স্ত্রী সাক্ষী।
গতকাল উইম্বলডনের মঞ্চে দেখা গিয়েছিল মাহিকে। গতকাল উইম্বলডনের সোশ্যাল মিডিয়ায় ধোনির উপস্থিতিতর ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ধূসর রংয়ের ব্লেজার ও সাদা শার্টে অসাধারণ লাগছে ধোনিকে। নিজের বন্ধুদের সঙ্গে প্রিয় তারকার খেলা উপভোগ করছিলেন তিনি। মনে করা হচ্ছে যে নাদালের ম্যাচ দেখতেই উপস্থিত হয়েছিলেন ধোনি। চেন্নাই সুপার কিংসের সোশ্য়াল মিডিয়াতেও সেই ছবি পোস্ট করা হয়েছে।
উল্লেখ্য, ধোনির অভিনব জন্মদিন পালন কেরলে। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ধোনির ৩০ ফিট উচ্চতার কাট আউট তৈরি হয়েছিল ২০১৮ সালে। সেই রেকর্ড সেই বছরই ভেঙে যায় কেরলের কাছে। সেখানে তৈরি করা হয়েছিল ৩৫ ফিট উচ্চতার কাট আউট। তবে মহেন্দ্র সিংহ ধোনির সবচেয়ে বড় কাট আউটের রেকর্ড এবার দখল করতে চলেছে অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়া। সেখানে তৈরি হয়েছে ধোনির ৪১ ফিট উচ্চতার কাট আউট।