অ্যাডিলেড: ভারতীয় দলের অধিনায়কের ভূমিকা মহেন্দ্র সিংহ ধোনিকে দেখাটা তাঁর অনুরাগীদের কাছে খুবই আনন্দের বিষয়। তাঁরা সবসময় ধোনিকে এই ভূমিকাতেই দেখতে চান। অনুরাগীদের কাছে আরও একবার সুযোগ এল ধোনিকে অধিনায়কের ভূমিকায় দেখার। গতকাল ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণের জন্য নেতৃত্ব দিতে দেখা গেল ক্যাপ্টেন কুলকে।
নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময় ১৬ তম ওভারে অস্থায়ী অধিনায়ক রোহিত শর্মাকে মাঠ ছাড়তে হয়। কলিন ডি গ্র্যান্ডহোমের ক্যাচ নিতে গিয়ে সম্ভবত হাতের আঙুলে আঘাত লাগে তাঁর। দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট তাঁর আঘাত পরীক্ষা করে দেখেন। ওই সময় মাঠে দলের নেতৃত্বর দায়িত্ব নেন ধোনি। তাঁকে ডেথ ওভারগুলি ফিল্ডিং সাজাতে দেখা যায়।



ধোনির ওই কিছুক্ষণের অধিনায়কত্বের সময় শেষওভারে খলিল আহমেদ দুটি উইকেট নেন। কিউই ইনিংস থেমে যায় ১৫৮ রানে।
পরে ভারত ৮ বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রোহিত শর্মা (২৯ বলে ৫০) এবং শিখর ধবন (৩১ বলে ৩০)-এ ওপেনিং জুটিতে ৭৯ রান যোগ হয়।