দেখুন: মায়ের কাছে আইপিএলের দলগুলির নাম শিখছে ধোনির মেয়ে জিভা
ABP Ananda, web desk | 22 Mar 2017 08:50 AM (IST)
কলকাতা:ভারতের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি অধিনায়ক হিসেবে, ব্যাটসম্যান হিসেবে এবং নেতৃত্বদানের গুণাবলীর জন্য বিগত কয়েক বছর ধরেই দেশের ক্রিকেট অনুরাগীদের হৃদয়জুড়ে রয়েছেন। গত বছর তাঁর জীবন নিয়ে তৈরি সিনেমা এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি মুক্তি পেয়েছিল। সেই সিনেমা বক্সঅফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন অনেক আগেই। এ বছর একদিনের ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। কিন্তু তা বলে তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। ধোনির দু বছরের মেয়ে জিভা নিয়েও তাঁর অনুরাগীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় জিভার ছবি ও ভিডিও মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সম্প্রতি ধোনি ইন্সস্টাগ্রামে জিভার একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে যে, জিভা তার মায়ের কাছ থেকে আইপিএলের দলগুলির নাম শিখছে। দেখুন সেই ভিডিও-