আবু ধাবি: পাকিস্তানের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে স্বপ্নের বোলিং অস্ট্রেলিয়ার সিনিয়র স্পিনার নাথন লিয়নের। ৬ বলের মধ্যে চার উইকেট নিয়ে পাক ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে দিলেন তিনি। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটে চতুর্থ সর্বাধিক উইকেট সংগ্রহকারী হলেন তিনি।
দুবাই টেস্টে অজি বোলিং অ্যাটাকের সামনে দারুণ খেলেছিল পাকিস্তান। কিন্তু আবু ধাবিতে অজি বোলিং আক্রমণের সামনে শুরু থেকেই অস্বস্তিতে পড়তে দেখা যায় পাক শিবিরকে। তৃতীয় ওভারে মহম্মদ হাফিজ আউট হওয়ার পর পাক ব্যাট ব্যাটসম্যানরা ধৈর্য্যের সঙ্গে খেলতে থাকেন। কিন্তু নাথন লিওনের স্পিনের ফাঁসে ২২ ওভারের মধ্যেই তাদের অর্ধেক ব্যাটসম্যানই প্যাভিলিয়নে ফিরে যায়।
পাক ব্যাটিং বিপর্যয় আচমকা শুরু হয় ২০ তম ওভারের পঞ্চম বলে। ফকর জামান ও আজহার আলির ৫২ রানের পার্টনারশিপ ভাঙেন লিওন। তাঁর বলে ১৫ রান করে ফিরে যান আজহার আলি।



পরের বলেই হ্যারিস সোহেলকে শূন্য রানে আউট করেন লিওন।



পরের ওভারের লিওন আরও দুই পাক ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। ওই দুই পাক ব্যাটসম্যানও শূন্য রানে আউট হয়।



আসাদ সাফিক ও বাবর আজম আউট হন তাঁর বলে।



লিওনের এই দুটি ওভারে কার্যত দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় পাকিস্তানের কাছে।



৩১৪ উইকেট নিয়ে লিওন মিচেল জনসন, ব্রেট লিকে টপকে অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বাধিক উইকেট সংগ্রহকারী হলেন তিনি। তাঁর আগে রয়েছেন শেন ওয়ার্ন (৭০৮০, গ্লেন ম্যাকগ্র (৫৬৩) এবং ডেনিস লিলি (৩৫৫)।