শেষ ওভারে নিখিলের ওই বিধ্বংসী ব্যাটিং ম্যাচ মহারাষ্ট্রের অনুকূলে এনে দেয়।
ফুলটস দিয়ে ওভারের শুরু করেন অমিত মিশ্র। ব্যাটসম্যান ব্যাকওয়ার্ড স্কোয়ার অঞ্চল দিয়ে তা মাঠের বাইরে পাঠিয়ে দেন। পরের বল লং অফের ওপর দিয়ে উড়ে যায়। পরের বলেও ওই এলাকা দিয়েই ওভার বাউন্ডারি হয়। চতুর্থ বলে কোনও শট মারতে পারেননি নিখিল। পঞ্চম বল ডিপ মিড উইকেট নিয়ে মাঠের বাইরে পাঠান ব্যাটসম্যান। ওভারের শেষ বলটা অফ স্ট্যাম্পের বাইরে করার চেষ্টা করেন বোলার। কিন্তু ওই বল নিখিল ডিপ এক্সট্রা কভার দিয়ে ছক্কা মারেন।
ইনিংসে নিখিল ৮ টি ছয় ও চারটি চার মারেন।
এই টুর্নামেন্টের পর নিখিল আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দেবেন।