এই ম্যাচেই মুম্বইয়ের ইনিংসের ১৯-তম ওভারে হার্দিক পাণ্ড্যর খেলা একটি জোরাল শট থেকে অনবদ্য প্রতিবর্ত ক্রিয়ার পরিচয় দিয়ে বাঁচলেন আম্পায়ার। জোফ্রা আর্চারের বলে বাউন্ডারি মারেন হার্দিক। বলটি আর একটু হলেই আম্পায়ারের গায়ে লাগত। সেটা হলে বড় চোট পেতে পারতেন আম্পায়ার। দেখুন সেই ভিডিও ভিডিওতে দেখুন, হার্দিক পাণ্ড্যর গোলার মতো শটের হাত থেকে কীভাবে বাঁচলেন আম্পায়ার
Web Desk, ABP Ananda | 23 Apr 2018 09:46 AM (IST)
জয়পুর: গতকাল আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সকে তিন উইকেটে হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে সূর্যকুমার যাদবের ৪৭ বলে ৭২ ও ঈশান কিষাণের ৪২ বলে ৫৮ রানের সুবাদে ৭ উইকেটে ১৬৭ রান করে মুম্বই। ১৯.৪ ওভারেই সেই রান টপকে যায় রাজস্থান। সঞ্জু স্যামসন ৫২, বেন স্টোকস ৪০ ও কৃষ্ণা গৌতম ১১ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। শেষদিকে গৌতমের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদেই জয় পায় রাজস্থান।