ডারবান: চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার অ্যান্দিলে ফেহলুকায়ো সম্পর্কে অভব্য মন্তব্য করে বিতর্ক জড়ালেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। ওই সময় দক্ষিণ আফ্রিকা ইনিংসের হাল ধরেছিলেন ফেহলুকায়ো ও রাসি ভ্যান ডের ডুসেন। তাঁদের জুটিতে ক্রমশই চাপে পড়ে যাচ্ছিল পাকিস্তান। এই জুটি ভাঙতে না পেরে সরফরাজ অবাঞ্ছিত মন্তব্য করলেন, যা ধরা পড়ল স্ট্যাম্প মাইকে।
৩৭ তম ওভারের ঘটনা। শাহিন শাহ আফ্রিদি তখন ফেহলুকায়োকে বোলিং করছিলেন। ওই সময় কোনওক্রমে আউট হয়ে যাওয়া থেকে রক্ষা পান ব্যাটসম্যান। বল ব্যাটের কাণায় লেগে একেবারে স্ট্যাম্প ঘেঁষে বেরিয়ে যায়।
ওই সময় চূড়ান্ত হতাশায় উর্দুতে সরফরাজ বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন, যা স্পষ্টই শোনা গিয়েছে। তখন ধারাভাষ্য দিচ্ছিলেন রামিজ রাজা ও মাইক হেইসম্যান। মাইক জানতে চান, সরফরাজ ঠিক কী বলেছেন। কিন্তু প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজা তা অনুবাদ করে বলতে ইতস্তত বোধ করেন।



ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ট্যুইটেরেটিরা পাক অধিনায়কের সমালোচনায় মুখর হয়েছেন। কেউ কেউ সরফরাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইসিসি-র কাছে দাবি করেছেন।









ভ্যান ডের ডুসেনের অর্ধশতরান ও ফেহলুকায়োর কেরিয়ারের সেরা ইনিংসে ভর করে প্রাথমিক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ১২৭ রান যোগ হয়। শেষপর্যন্ত তারা পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনে।