নয়াদিল্লি: ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পাল্টে হল অরুণ জেটলি স্টেডিয়াম। আর স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হল বিরাট কোহলির নামে। অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেটারেরাও। ছিলেন সস্ত্রীক বিরাট। সেখানেই বিরাটের হাতে চুম্বন দিলেন গর্বিত স্ত্রী অনুষ্কা শর্মা।

প্রয়াত জেটলির পরিবারের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জেটলি শুধু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীই ছিলেন না, ক্রিকেট প্রশাসনের অন্যতম প্রধান ব্যক্তিত্বও ছিলেন। তাঁর প্রয়াণের পর সম্মান জানানোর জন্য তাই ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পাল্টে ফেলার সিদ্ধান্ত হয়।

তবে অনুষ্ঠানের সেরা আকর্ষণ অবশ্যই ছিল বিরুষ্কা। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা দর্শকাসনে পাশাপাশি বসে ছিলেন। সেখানেই বিরাটের হাতে চুম্বন করতে দেখা যায় বলিউডের অভিনেত্রীকে। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

দেখুন সেই ভিডিও: