গৌরি তাঁর ইনস্টাগ্রাম পেজে দুটি পুরানো ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাচ্ছে কাজলকে। ‘বাজিগর’ সিনেমার ‘ইয়ে কালি কালি আঁখে’ গানের দৃশ্য থেকে ছবিটি নেওয়া হয়েছে।
ছবিতে শাহরুখ একটা সাদা টি-শার্টের ওপর পরেছেন লাল শার্ট এবং পায়ের অংশ নকশা। বুলেট বেল্ট এবং হ্যান্ড প্রিন্টেড জিন্স।
ছবির ক্যাপশনে গৌরি লিখেছেন, ৯০-এর দশকে এই ডিজাইন করেছিলাম, এখন বিশ্বাস হয় না।