নয়াদিল্লি: অবশেষে কাটল ভারতের পদক খরা৷ কুস্তিতে ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতে অলিম্পিকে পদকের খাতা খুললেন সাক্ষী মালিক৷ এদিন গভীর রাতে ভারতের হয়ে প্রথম পদক আনলেন মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক৷ মহিলাদের ৫৮কেজি কুস্তিতে ব্রোঞ্জ জিতে অলিম্পিকের ১৩তম দিনে ভারতকে পদকের মুখ দেখালেন হরিয়ানার এই কুস্তিগীর৷ কোয়ার্টার ফাইনালে হারের পর রেপেচেজ রাউন্ডে মঙ্গোলিয়ার প্রতিদ্বন্ধীকে হারিয়ে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ের জন্য যোগ্যতা অর্জন করেন সাক্ষী৷ অবশেষে ৫৮ কেজি ব্রোঞ্জ নির্ধারনী ম্যাচে কিরঘিজিস্তানের টিনিবেকোভাকে ৮-৫ ফলে হারিয়ে জিতলেন ব্রোঞ্জ৷ প্রথম পর্বে ০-৫ পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করেন তিনি। মাত্র দেড় মিনিট সময়ের মধ্যেই শেষপর্যন্ত ৮-৫ –এ হারালেন প্রতিপক্ষকে।

 

 

 

ভিডিওতে দেখুন