বুলাওয়ে: পাকিস্তান জিম্বাবোয়েকে পঞ্চম তথা শেষ ম্যাচে ১৩১ রানে হারিয়ে ৫-০ একদিনের সিরিজ জিতেছে। কিন্তু ওই ম্যাচে পাক অধিনায়ক সরফরাজের চাল সম্পূর্ণ ব্যর্থ হল।
আসলে সরফরাজ ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মতোই একটা চেষ্টা করেন।
জিম্বাবোয়ের ইনিংসের ৪৮ তম ওভার চলছে তখন। ম্যাচ পাকিস্তানের দিকে ঢলে পড়েছে। ওই সময় সরফরাজ উইকেটকিপিং গ্লাভস ও প্যাড খুলে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। উইকেটরক্ষার দায়িত্ব শেষ দুই ওভারের জন্য তিনি দেন ফকর জামানকে।
একদিনের ক্রিকেট কেরিয়ারের প্রথম ওভারে সরফরাজ ছয় রান দেন। কিন্তু শেষ ওভারে ফের তিনিই বল করতে আসেন। কিন্তু এবার কিন্তু মার খেয়ে যান তিনি। উইকেটে ছিলেন জিম্বাবোয়ের বোলার পিটার মুরে। ব্যাট হাতে সরফরাজের একটা বল সপাটে চালান তিনি মিড উইকেটের ওপর দিয়ে। এই বিশাল ছক্কা সহ শেষ ওভারে ৯ রান দিয়ে বসেন সরফরাজ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলিং করতে এসে দুই ওভারে ১৫ রান দিলেন তিনি।
উল্লেখ্য, ২০০৯-এ চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে কিপিং গ্লাভস ছেড়ে বোলিং করেছিলেন ধোনি। তিনি কিন্তু উইকেট তুলে নিয়েছিলেন।জোহানেসবার্গের ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ট্রাভিস ডাউলিং ধোনির শিকার হয়েছিলেন।